চবিতে চিরনিদ্রায় শায়িত ড. মাহবুবুল হক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার নিয়ে নিজের স্মৃতিমাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক।

গতকাল সকাল ১০টা নাগাদ ড. মাহবুবুল হকের কফিনবন্দি লাশ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। বেলা ১২টা পর্যন্ত সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এই সময় শহরের কবিসাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ড. মাহবুবুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন।

এই সময় একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু. আবু তাহের, উপউপাচার্য সেকান্দর চৌধুরী ও বেণু কুমার দে, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবিএম আবু নোমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, . মাহবুবুল হকের মেয়ে উপমা মাহবুব বক্তব্য রাখেন। কবিসাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী চট্টগ্রাম, বোধন আবৃত্তি পরিষদ, ন্যাপকমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, খেলাঘর, বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গ্রুপ থিয়েটার ফোরাম, জেলা শিল্পকলা একাডেমি, পরিকল্পিত নাগরিক ফোরাম, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের একাংশ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, চবি বাংলা বিভাগ, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, চবি উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে বাদ জুমা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ড. মাহবুবুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে লাশ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চবির কেন্দ্রীয় মসজিদে বিকেলে তৃতীয় দফা জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে ড. মাহবুবুল হকের মৃত্যুতে চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা-কর্ণফুলীতে চলমান উন্নয়ন অব্যাহত থাকবে
পরবর্তী নিবন্ধপ্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী