চবিতে চার ইউনিটের পরীক্ষা সম্পন্ন

এ ইউনিটে উপস্থিতি ৬৬%, ডি ইউনিটের ফলাফল আজ

চবি প্রতিনিধি | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চার ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার এ ইউনিটের সকাল-বিকাল দুই শিফটে পরীক্ষার মাধ্যমে চার ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। আজ ডি ইউনিটের ফলাফল প্রকাশ করার কথা রয়েছে৷ এর আগে বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এরপর আগামী শুক্রবার সকালে বি ১ ও বিকালে ডি ১ উপ-ইউনিটের পরীক্ষার মধ্যে ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হবে।
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৬৮ হাজার ৯২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪৪ হাজার ৮২৬ জন। অনুপস্থিত ২৩ হাজার ২৬৬ জন। উপস্থিতির হার ৬৬%। এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ২১২ টি। এ ইউনিটের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান আজাদীকে বলেন, মোট ৪৪ হাজার ৮২৬ জন পরীক্ষা দিয়েছে। উপস্থিতির হার ৬৬ শতাংশ। অল্প সময়ে ফলাফল জানানোর চেষ্টা থাকবে।
ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ৫০২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আবেদন করেছিল ৫৪ হাজার ২৫২ জন শিক্ষার্থী। সেই হিসেবে উপস্থিতর হার ৬৫ শতাংশ। ডি ইউনিটে আসন রয়েছে ১ হাজার ১৬০টি। ডি ইউনিটের ফলাফল আজকে দেওয়ার কথা রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ১৩২জন। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ২৬১ জন৷ পাসের হার ৫১.৯৩% শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছে (জিপিএসহ) ১০৮.২৫। বি ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৬২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৩৬ জন। ন্যূনতম ৪০ মার্কস না পেয়ে অকৃতকার্য হয়েছে ২১ হাজার ৮৪ জন। পাসের হার ২৮.৮২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ জিপিএ সহ ১২০ এর মধ্যে ১০৬.৫ নম্বর পেয়েছেন, ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৬.৫ ।

পূর্ববর্তী নিবন্ধইউপি ভোটের সহিংসতায় বিব্রত সিইসি
পরবর্তী নিবন্ধকাট্টলীতে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় ভবন মালিক গ্রেফতার