চবিতে গবেষণা পোস্টার প্রদর্শনী ২৪ মার্চ

চবি প্রতিনিধি | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও এম ফিল, পি.এইচডি, এম.এস শিক্ষার্থীদের অপ্রকাশিত ও গবেষণাকর্মের প্রবন্ধ উপস্থাপন ও প্রদর্শনের আয়োজন করছে চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও নিশ্চিতকরণে প্রশিক্ষণ, কর্মশালা, পাঠ্যসূচির গুণগত পরিবর্তন কাজ করে আসছে আইকিইউএসি। তারই ধারাবাহিকতায় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উদ্ধুদ্ধ করতে আগামী ২৪ মার্চ ক্যাম্পাসের জারুলতলায় দিনব্যাপী এই আয়োজন। গতকাল রোববার চবি শিক্ষক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। তিনি বলেন, র‌্যাংকিং এর সঙ্গে গবেষণার মান ওতপ্রোতভাবে জড়িত।

পূর্ববর্তী নিবন্ধহকার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নওফেলের নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জীবনকাহিনী প্র্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে