চবিতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

গবেষণা ও উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)। গতকাল সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ডিন কার্যালয়ের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। সেমিনারে প্রধান বক্তা ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইরফানুল কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন চবি সায়েন্টিফিক সোসাইটির উপদেষ্টা ড. মোহাম্মদ আল ফোরকান এবং সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা ড. লায়লা খালেদা। সেমিনারে বক্তারা বলেন, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ইচ্ছা আমাদের অনেকের থাকলেও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক বাধার সম্মুখীন হতে হয়। স্নাতক শিক্ষার্থী থাকাকালীন কিভাবে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা যায়, স্নাতক শেষে কিভাবে উচ্চশিক্ষার জন্য সামনে অগ্রসর হওয়া যায় সে সম্পর্কিত সকল দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি উক্ত সেমিনারটি আয়োজন করে। এছাড়াও স্নাতক শিক্ষার্থী থাকাকালীন কিভাবে গবেষণায় ভূমিকা রাখা যায় এবং গবেষণা পত্র প্রকাশনার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও পদক্ষেপ সম্পর্কে জানানো হয় উক্ত সেমিনারে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিইউএসএসের প্রকাশনা সম্পাদক আনিকা নাওয়ার জাহান এবং সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক ইসরাত জাহান তানিয়া, সংগঠনের সভাপতি হোসাইন মোহাম্মদ বায়েজিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

পূর্ববর্তী নিবন্ধ২১ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআবুল কাশেম আজাদ