চবিতে করোনাভাইরাস মোকাবেলায় চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘করোনা ভাইরাস ক্রাইসিস : অ্যান অ্যানালাইসিস অব লিডারশিপ চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার গতকাল ৩ জানুয়ারি সকাল সাড়ে দশটায় চবি সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের আরকানসাস হ্যান্ডারসন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. হারুন এ. খান। সেমিনারে উপাচার্য রাজনীতি বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ করেন। এ ছাড়া বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদত্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিভাগের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে এবং বিভাগের প্রফেসর ড. আনোয়ারা বেগম ও সহকারী অধ্যাপক উম্মে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, বিভাগের শিক্ষকবৃন্দ, বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য সেমিনার থেকে করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথ্যালাসেমিয়া রোগের প্রকোপ বৃদ্ধি উদ্বেগের
পরবর্তী নিবন্ধব্যয় কমাতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই