চবিতে ওবিই ও আইকিএসির সভা

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

আউটকাম বেসড এডুকেশন (ওবিই) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারণ করা ৬৩টি মানদণ্ড নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিএসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. ওমর ফারুকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী ও ড. মোহাম্মদ আফতাব উদ্দিন। মতবিনিময় সভায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন আলোচ্য বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এতে বিভিন্ন বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ গবেষকদের তালিকায় চুয়েটের দুই শিক্ষক
পরবর্তী নিবন্ধমেরিন সার্ভেয়ারস এসোর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন