ইউএনডিপির ফিউচার নেশন প্রকল্প ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে গত ২ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এমপ্লয়াবিলিটি মাস্টারক্লাস। এতে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
গ্রামীণফোন লিমিটেডের জেনারেল ম্যানেজার (টেকনোলজি স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরম্যাশন) ফারাহ তানজিম মাস্টারক্লাসের মূল সেশন পরিচালনা করেন। তিনি আধুনিক কর্মবাজার, চাকরির প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তি সেক্টরের সুযোগ এবং ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সংক্রান্ত উদ্বেগ ও প্রশ্ন তুলে ধরেন এবং তিনি অত্যন্ত আন্তরিকভাবে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা এমন উদ্যোগ আরও নিয়মিত করার অনুরোধ জানান।
ইউএনডিপি ও ফিউচার ন্যাশনের পক্ষ থেকে মো. কবির হোসেন ও সাজ্জাদ হোসাইন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজের সুযোগ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং বিষয়ে একটি বিশেষ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে অনলাইন ওয়ার্ক মার্কেটপ্লেস ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কার্যকর প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং আদনান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান এবং ফিউচার ন্যাশনের স্বেচ্ছাসেবক সুমাইয়া জামান। প্রেস বিজ্ঞপ্তি।










