চবিতে উদ্বোধন হলো দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

চবি প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কনফারেন্স আয়োজন করা হয়। ‘দি ফিউচার অব বিজনেস : ইনোভেশন, টেকনোলজি এন্ড সাসটেইনেবেলিটি’ শিরোনামে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। এতে আরও অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কামিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো: আইয়ুব ইসলাম এবং সদস্য সচিব ও ব্যুরো অব বিজনেস রিসার্চের ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. নরমান কে. সাউজো। আমন্ত্রিত স্পীকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন মালেয়াশিয়া ইউ কে এস অধ্যাপক ড. জালেহা ইয়াজিদ, আসাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. এইচ আর লাউকার, সেন্ট জেভিয়ার কলেজের অধ্যাপক ড. সঞ্জীব কুমার বসু। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন চবির ব্যুরো অব বিজনেস রিসার্চের সভাপতি অধ্যাপক ড. মো: আবদুর রহমান। কনফারেন্সের উদ্বোধনী সেশনে সঞ্চালনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসাইন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচর্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দেশিবিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ গবেষকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আজ ১২ সেপ্টেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই কনফারেন্সের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশিবিদেশি বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের গবেষকবৃন্দ অংশগ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধজুনায়েদ বাবুনগরী ছিলেন জালিমের বিরুদ্ধে আপসহীন
পরবর্তী নিবন্ধকাল আনজুমান ট্রাস্টের শিক্ষা প্রশাসক সম্মেলন ও শতবর্ষ পূর্তি উদযাপন