চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ই-গভর্ন্যান্স’ ও ‘ইনোভেশন কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্ব গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশিস পালিত।
রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম এবং বিভাগের প্রফেসর ড. ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।