চবিতে ইয়ং ইকোনমিস্ট সোসাইটির মতবিনিময়

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

ইয়ং ইকোনমিস্ট সোসাইটির (ইয়েস) উদ্যোগে প্ল্যান উইথ দ্য প্রিকার্সস শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে প্রধান বক্তা ছিলেন চবি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক বিশ্ব সম্পর্কে অগাধ জ্ঞান থাকা প্রয়োজন। তেমনি পরীক্ষায় তা যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের সক্ষমতা জানান দিতে হয়। ইয়েস এর সভাপতি কমল গোমস্তা অনিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সুমাইয়া রেজা রুহানী ও বর্ণিক বৈশ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর ইউপি মেম্বার হত্যা মামলায় ৫ জন কারাগারে