চবিতে ইসলামী বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ অবারিত হয়েছে

বিআইআইটি কর্নার উদ্বোধনে ভারপ্রাপ্ত উপাচার্য

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে ‘বিআইআইটি কর্নার’ উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ইসলামী বিষয়ে গবেষণার সুযোগ অবারিত হয়েছে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি গতকাল বুধবার কেন্দ্রীয় লাইব্রেরীতে উক্ত কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন ও জ্ঞান আহরণের উর্বর ক্ষেত্র। আমাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে ৪ টি: পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি ও ইসলামী অর্থনীতি। এগুলোর মধ্যে তিনি বিশেষ করে ইসলামী অর্থনীতি ও জ্ঞানের ইসলামীকরণ সংক্রান্ত গবেষণার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এতে বিশেষ অতিথি বিআইআইটি’র মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, ইসলামী জ্ঞান ও চিন্তার জগতে ইসলামের মৌলিক বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিআইআইটির সমৃদ্ধ প্রকাশনা ভান্ডারের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের নামীদামী লেখকের প্রকাশিত বই রয়েছে। চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে যদি পর্যাপ্ত স্পেস দেয়া হয়, তাহলে বিআইআইটির পক্ষ থেকে আরও বই সরবরাহের আশ্বাস প্রদান করেন তিনি।

চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চবি আরবী বিভাগের প্রফেসর ও বিআইআইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আ ক ম আবদুল কাদের, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রমুখ। পরে উপাচার্য দপ্তরের সভাকক্ষে চবির সাথে বিআইআইটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র জনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি
পরবর্তী নিবন্ধরাজনৈতিক প্রভাবমুক্ত না হলে পুলিশ সংস্কার স্থায়ী হবে না