চবিতে ইঞ্জিনিয়ারিং ডে উদযাপন

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এবং চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) আয়োজনে ‘ইঞ্জিনিয়ারিং ডে ২০২২’ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল ইঞ্জিনিয়ারিং অনুষদে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফার সভাপতিত্বেৃৃৃৃ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম, ইইই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আলীম এবং সিএসই বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী।

অনুষ্ঠানমালায় ছিল-প্রজেক্ট শোকেসিং, সার্কিট সলভিং কম্পিটিশন, রিসার্চ এক্সপোজিশন, প্রোগ্রামিং কনটেস্ট ও আইডিয়া প্রেজেন্টেশন। সবশেষে বিভাগদ্বয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মেহেরিন আফরোজ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৬৮৪ জেলের মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধত্রিভুজ প্রেমের গল্প ‘পরান’