চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের গ্যারেজের কাছে গতকাল বেলা ১১টায় ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা আয়রন রিমুভাল প্লান্ট’–এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন, চবি প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর নিহাদ করিম চৌধুরী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, প্লান্ট বাস্তবায়ন কমিটির সদস্য ও চবি প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ–উপাচার্য (একাডেমিক) বলেন, আজকের এ দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হতে যাচ্ছে এ আয়রন রিমুভাল প্লান্ট উদ্বোধনের মাধ্যমে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ পানির বিকল্প নেই। এ প্লান্ট শুধু আয়রনমুক্ত পানি সরবরাহ করবে না, বরং বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায়ও নতুন মাত্রা যোগ করবে। এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের গ্যারেজ সংলগ্ন একটি ১৮ এইচপি ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপ রয়েছে। উক্ত গভীর নলকূপ থেকে যে পানি উত্তোলন করা হতো সে পানিতে আয়রন মিশ্রিত থাকার কারণে এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা আয়রন রিমুভাল প্লান্টটি স্থাপন করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।