জন্ডিসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরিফা আক্তার রুমি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুমি। পরে জুমার নামাজের পর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। আরিফা আক্তার রুমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় উপজেলায়। জন্ডিসের পাশাপাশি দীর্ঘদিন ধরে তাঁর রক্তনালির প্রতিবন্ধকতাজনিত সমস্যা ছিল।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সুজিত কুমার দত্ত বলেন, যতটুকু জেনেছি রুমি দীর্ঘদিন ধরে রক্তনালি প্রতিবন্ধকতাজনিত সমস্যায় ভুগছিল। কিছুদিন আগে তার জন্ডিসও ধরা পড়ে। সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুমার নামাজের পর তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে আমরা শোকাহত।