চবিতে কেন্দ্রীয় বিতর্ক সংগঠন থাকলেও হল ভিত্তিক কোন বিতর্ক চর্চার মাধ্যম নেই। এরই প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা হলের কয়েকজন শিক্ষার্থী ও আবাসিক হল প্রভোস্ট ড. এ. কে. এম রেজাউর রহমান এবং হল শিক্ষিকা ফাহমিদা সুলতানার হাত ধরে যাত্রা শুরু করে ‘জননেত্রী শেখ হাসিনা হল বিতর্ক ধারা’ নামে সংগঠনটি। বছরের শুরুতেই এই উদ্যমী শিক্ষার্থীরা প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আজ সকাল ৯ টা থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী চবি হল ভিত্তিক এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে। ২৯ জানুয়ারি দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে ফাইনাল। সংসদীয় বিতর্ক ধারায় এ প্রতিযোগিতা ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার নাম ‘আমরা অদম্য ১.০।’
বিচারক মন্ডলীতে রয়েছেন সিএমসিডিসি থেকে আকিব মাহমুদ মাহি, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে মেহেদী রহমান নিকাশ, ইউএসটিসি থেকে কাজী তাওকীর জাহিন, সিইউডিএস থেকে অর্জন ত্রিপুরা, নাকিব বিন ইসলাম, মরিয়ম জাহান সায়মা এবং সিইউএসডি থেকে নাজমুল হাসান তুষার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর শিরিন আক্তার, উপ– উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। আরও উপস্থিত থাকবেন হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। আয়োজনে সভাপতিত্ব করবেন–জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট একেএম রেজাউর রহমান। আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে স্বনামধন্য প্রতিষ্ঠান লিড বাংলাদেশ, সোহানী’স ইনটেরিয়র এন্ড কনসোসিয়েট এবং তাসু’স ক্রিয়েশন।
আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।












