চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগত এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ছাত্রলীগ করার প্রমাণ ও অশ্লীল ভিডিও, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন জালিয়াতির তথ্যসহ রাষ্ট্রবিরোধী নাশকতার সুস্পষ্ট পরিকল্পনা।
সোমবার (২৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের সামনে থেকে দিদারুল ইসলাম শুভ নামের এই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তর।
আটকের পর ডিভাইস চেক করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার ল্যাপটপে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গার অন্তত ১০-১২ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, হাজারেরও বেশি আপত্তিকর ছবি ও ভিডিও এবং জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন জালিয়াতির প্রমাণ মেলে।
দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায়, দিদারুল ইসলাম শুভ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কর্মী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আগস্টের পর থেকে সে ছদ্মবেশে হিজাব পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেয় এবং পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় অবস্থান করে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটককৃত শুভ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য ছিল। এসব গ্রুপে দেশবিরোধী বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রোপাগান্ডা ছড়ানো হতো। তার ল্যাপটপ ঘেঁটে ‘হৃদয়ে ৭১’ নামের একটি গোপন গ্রুপের এক বার্তায় দেখা যায়, ক্ষমতাসীন ইউনুস সরকারের বিরুদ্ধে সরাসরি ‘উৎখাতের’ পরিকল্পনা ছড়ানো হয়েছে।
সেই বার্তায় লেখা ছিল, ‘আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইলো, প্রশাসনের নজর থেকে নিজেকে যতটা বাঁচিয়ে রাখা যায় সবাইকে সাবধান করে দিন… অবৈধ সরকারকে উৎখাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী মাসে ১১ দিন যেকোনো দিন যেকোনো সময় কর্মসূচি দিতে পারে… ইউনুস সরকার এই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছে। আগামী ১১ দিন সবাই নিজেদের হেফাজত রাখুন এবং অন্যকে সচেতন করুন।’
প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে উঠে আসে, চবির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হল রুবেলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মেসেঞ্জারে নিয়মিত চবির বিভিন্ন তথ্য রুবেলকে পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘একজন শিক্ষার্থীকে হল থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করি। পরবর্তীতে তার ডিভাইস যাচাই করে নানান চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করেছে, পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণও মিলেছে। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।’