চবিতে আগুনে পুড়ল চার শিক্ষার্থীর দোকান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল স্টেশনে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘নোঙর ও স্টেশন জ্যাম’ নামক দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার স্বপ্ন থেকেই ব্যবসার উদ্যোগ নেন প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও খাদিজা আক্তার। গতকাল থেকে চালু হওয়ার কথা ছিল দোকানটি, উদ্বোধনের আগেই এতে আগুন লেগে ছাই হয়ে যায়। নোঙরের পাশের দোকান স্টেশন জ্যাম নামে দোকানের মালিক রাব্বি তালুকদার ও জাহিদুল ইসলাম। তারা ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২ বছর ধরে এই দোকান চালাচ্ছেন তারা। বিনিয়োগ রয়েছে তিন লাখ টাকার বেশি। অগ্নিকাণ্ডে দুটি দোকানই পুড়ে গেছে। এ যেন স্বপ্ন পুড়ে ছাই।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে বিষয়টি পরিকল্পিত হতে পারে। এদিকে পুড়ে যাওয়া দোকানের মালিকদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগ নিতে দেখা গেছে শিক্ষার্থীদের। ফরহাদ হোসেন বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরে স্টেশনে যাই। সকাল ১১টার দিকে সেখানে পৌঁছে দেখি আমার দোকানেই আগুন লেগেছে। ওখানকার লোকজন জানায়, সাড়ে ১০টার দিকে আগুন লেগেছিলো। লোহার জিনিসগুলো ছাড়া সবকিছু ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরহাদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আগুন লাগার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা নির্দিষ্ট কারণ বলতে পারেনি। কীভাবে আগুন লেগেছে সেটা বুঝতেও পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আজাদীকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। আশেপাশে ছড়িয়ে পড়ার আগে তারা আগুন নিয়ন্ত্রণ করে। ওই দোকানে কেমিক্যাল ছিলো বলে জানা গেছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও বলেন, পরিকল্পিত কিনা সেই প্রশ্নও একদম উড়িয়ে দেওয়া যায় না। আমরা অবশ্যই খতিয়ে দেখবো।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ১৯ ইউপি সদস্য আটক, ৫৪ ধারায় ১৫ জন কারাগারে