চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সর বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
উপাচার্য বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চবি প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। তিনি আসন্ন ভর্তি পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, অভিভাবকবৃন্দ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বক্তব্যে চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, আপনাদের সহায়তায় প্রতি বছর চবিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা। প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, চাকসুর ভিপি, জিএস ও এজিএস, সিএমপি কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ, র্যাব–৭ এর প্রতিনিধি, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











