চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মকর্তাদের ‘টিম ওয়ার্ক অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড অফিস ম্যানেজম্যান্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্ব গতকাল সোমবার চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। রিসোর্স পার্সন ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক।
উপ–উপাচার্য বলেন, অফিসের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী জ্ঞান অর্জন করে কর্ম–দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। এতে পারস্পরিক ধারণা ও ভাবনা আদান–প্রদানের মাধ্যমে বিষয়ভিত্তিক বোধ সৃষ্টি হয় এবং হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথ প্রয়োগের মাধ্যমে অফিসের কার্যক্রম অধিকতর গতিশীল হবে মর্মে উপ–উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।