চবিতে অফিসারদের পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার দাবি

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৪৮ পূর্বাহ্ণ

প্রশাসক পদ বাতিল, অফিসারদের পদে থাকা শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা করে কলমবিরতি, ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে চবি অফিসার সমিতি। তিন দফা দাবি : ‘১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনতে হবে। ’
‘প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ’
‘বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালু করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার অফিসার সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অফিসারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পর সদস্যদের মতামতের ভিত্তিতে এই তিন দফা দাবি উত্থাপিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সন্দ্বীপে গ্রেফতার ৩ যুবক
পরবর্তী নিবন্ধ৯ বছর পর দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের মামলায় ফের সাক্ষ্যগ্রহণ শুরু