ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি শুরু হবে আগামী ৩ জুন থেকে৷ এবারের ভর্তি পরীক্ষায় ৫ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অংশ নিবে ২৪৫৮৯ জন শিক্ষার্থী। এ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে চবি কর্তৃপক্ষ৷
জানা যায়, ৩ জুন গ ইউনিটে ৩৯৫৩ জন, ৪ জুন খ ইউনিটে ৩৫৩৮ জন, ১০ জুন ক ইউনিটে ১০৪২০ জন, ১১ জুন ঘ ইউনিটে ৬২৭০ জন এবং ১৭ জুন চ ইউনিটে ৪০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে৷
ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২.৩০পর্যন্ত (দেড় ঘণ্টা)। আর চারুকলার অর্থাৎ চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।
ঢাবি সূত্রে জানা যায়, পাঁচটি ইউনিটে মোট আসন রয়েছে ২৪ হাজার ৫৮৯টি৷ এর মধ্যে ক ইউনিটে ১৮৫১টি, খ ইউনিটে ১৭৮৮টি, গ ইউনিটে ৯৩০টি, ঘ ইউনিটে ১৩৩৬টি এবং চ ইউনিটে ১৩০টি আসন রয়েছে৷
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। পাঁচটি ইউনিটে ২৪ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী অংশ নিবে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে৷ পরীক্ষা চালকালীন ট্রেনের শিডিউল পরিবর্তন হবে৷
উল্লেখ, পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
ভর্তি পরীক্ষার MCQ অংশের পাস নম্বর ২৪। MCQ পরীক্ষায় ২৪ নম্বরে পেলে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘ক’ ইউনিট এর মোট আসনের কমপক্ষে ৫ গুন লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত অংশের পরীক্ষায় পাস নম্বর ১২। তবে ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত পরীক্ষার মোট পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদের কে ভর্তির জন্য বিবেচনা করা হবে না ।