চন্দ্রনাথ পাহাড়ে অজ্ঞাত লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ দিন চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী একাডেমির বিশেষ সংলাপ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি গঠন