চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ গতকাল শনিবার বিকালে সস্ত্রীক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় পরিদর্শন করেছেন। এসময় তিনি চন্দ্রনাথ মন্দিরে উঠেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, পরিদর্শনকালে পাহাড় ও নয়নাভিরাম সবুজ প্রকৃতির সান্নিধ্য উনাকে বিমোহিত করেছে। প্রকৃতির অপরূপ মেলবন্ধনে ঘেরা চন্দ্রনাথ মন্দির পরিদর্শনকালে তার মুখে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধকবিতা আর কথামালাতে সিআরবি রক্ষার আবেদন
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসির ব্যবস্থাপক সম্মেলন