চন্দ্রনাথধাম সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান, পর্যটন কেন্দ্র নয়

মন্দির পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথধাম মন্দির পরিদর্শনে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যই চন্দ্রনাথধাম মন্দির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আপত্তিকর পোস্ট করছে। চন্দ্রনাথধাম হচ্ছে সনাতন সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান। এটা কোনো পর্যটন কেন্দ্র নয়। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সনাতনী সম্প্রদায়ের এ তীর্থপীঠের নিরাপত্তা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর করণীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার সকালে চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাশ, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড থানার এসআই নাসির উদ্দিন ভূঁইয়া, এসআই রাজীব কুমার পোদ্দার, প্রদীপ দত্ত, তুষার চক্রবর্তী প্রমুখ।

এডভোকেট চন্দন দাশ বলেন, সম্প্রতি একশ্রেণীর অসাধুচক্র চন্দ্রনাথধাম মন্দিরের পবিত্রতা নষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব অসাধুচক্রের অপচেষ্টা রুখে দেয়াসহ চন্দ্রনাথধাম মন্দিরের পবিত্রতা রক্ষায় করণীয় ব্যবস্থা গ্রহণের আহ্‌বান জানিয়েছে সনাতনী সম্প্রদায়। তারই ধারাবাহিকতায় চন্দ্রনাথধাম মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। মন্দিরের নিরাপত্তায় প্রবেশপথে গেট নির্মাণ, আগত পূণ্যার্থীদের রেজিস্টার অনুসরণ, পরিচয়পত্র প্রর্দশন ও সিসি ক্যামেরা স্থাপনসহ সাতটি দাবি উপস্থাপন করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, সম্প্রতি চন্দ্রনাথধাম মন্দির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর আপত্তিকর এসব পোস্টের তথ্য অনুসন্ধানে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিট। তারই পরিপ্রেক্ষিতে সরজমিনে মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)। তিনি পরিদর্শনকালে এ মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয় নেতা ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনার পাশাপাশি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধআজীবন মানব কল্যাণে কাজ করে যাব