কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএম ব্রিকফিল্ড মাঠে তরুণ সংঘ আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টে গতকাল শুক্রবার শাপলা ছাত্র সংঘ বনাম বারঘোনা মার্কেট জুনিয়র একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় শাপলা ছাত্র সংঘ ৮–০ গোলে জয়লাভ করে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন দল এতবড় ব্যাবধানে জিততে পারেনি বলে জনা গেছে। শাপলা ছাত্র সংঘ একের পর গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দেয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন শিক্ষক মোঃ হাবিবুর রহমান। খেলার মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলের কর্মকর্তা শামশুজ্জামান চৌধুরী, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর নবী এবং টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক মোঃ শাকের হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেন লিটন জানান গত ১০ ডিসেম্বর থেকে কেপিএম ব্রিকফিল্ড মাঠে বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে খেলা চলছে। আজ শানিবার ড্রাগন স্পোর্টিং ক্লাব দক্ষিন নিশ্চিন্তাপুর ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।