রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার সীমান্তে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তি র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে। ‘চির সবুজ তুমি অনন্য, স্বাস্থ্যসেবার জন্য ’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার হাসপাতালের ড. মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা নির্বাহী আতাউল গনি ওসমানী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার, চন্দ্রঘোনা–কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, জিগারুল ইসলাম জিগার, বিপ্লব মারমা। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের চিকিৎসক ডা. বিলিয়াম এ সাংমা। শেষে কেক কেটে হাসপাতালের ১১৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গত শুক্রবার এই উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এইসময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন।