চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ জুন, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ার আল জামেয়া আল কোরআনিয়া চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা কদমতলী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর। মাওলানা হাবিবুল্লাহ রব্বানীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নুরুল কবির কাসেমী, হাফেজ মুহাম্মদ সোলতান, মোহাম্মদ আলী, ইলিয়াস তালুকদার, মাওলানা রহমত উল্লাহ শাহীন প্রমুখ।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ, ইমামমোয়াজ্জিনসহ বিভিন্ন মাদ্রাসার আলেমওলামা উপস্থিত ছিলেন। বক্তব্যে মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সার্বিক সহায়তা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘জিনিয়াস বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখছে’
পরবর্তী নিবন্ধকবিতায় অভিজ্ঞতা-অনুভূতিকে নিজস্ব স্বরে ধারণ করতে চেয়েছি সবসময়