রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (৭, ৮ ও নং ৯ ওয়ার্ড) শূন্য পদের উপনির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রোববার তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাব বেগম-সূর্যমূখী ফুল, ঝিনু আক্তার-মাইক এবং নয়ন তালুকদার-বই প্রতীক পেয়েছেন।
উপজেলা নির্বাচন কমকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, গত ২৩ সেপ্টেম্বর নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিল। তবে এরমধ্যে বাচু আক্তার গত শনিবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম ইন্তেকাল করলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।