কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএম খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল স্মৃতি উন্মুক্ত ক্রিটেক টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বি চৌধুরী এন্টারপ্রাইজ বনাম কেপিএম স্টার বয়েজ ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বি চৌধুরী এন্টারপ্রাইজ ৩ উইকেটে জয়লাভ করে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ রাসেল। ফাইনাল খেলা পরিচালনা করেন মফিজুল হক সোহেল ও মোঃ হেদায়েত উল্যাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল ভট্টাচার্য্য।