চন্দ্রঘোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

অন্যদিনের মত গতকাল (২৫ এপ্রিল) সোমবারও সেহ্‌রি খেয়ে আবুল কালাম এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তখন ঘড়িতে ভোর ৫টা বাজে। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়লো।

আবুল কালাম তার পরিবারের সবাইকে কোনমতে ঘুম থেকে টেনে তুলে ঘরের বাইরে আনেন। এসময় কারো পরণে শুধু লুঙ্গি। মহিলাদের পরনে পুরাতন শাড়ি পরা ছিল। এর বাইরে আর কোন সম্পদ রক্ষা করা সম্ভব হয়নি। চোখের নিমিষে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল (সোমবার) ভোর ৫টার সময় চন্দ্রঘোনা ইউনিয়নের বাদশা মাঝির ঘোনা নামক স্থানে আবুল কালামের বাসায়।

আবুল কালাম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কাঠের সুইচ বোর্ডে হঠাৎ আগুন জ্বলে উঠে। সেই আগুন ছড়িয়ে পড়ে সব খানে। মুহূর্তে ঘরের ৪টি খাট, অন্যান্য আসবাব পত্র, নগদ টাকা, ড্রাম ভর্তি চাউল, যাবতীয় কাপড় চোপড় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ ক্ষতি হয় বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের সফরে ডেনমার্কের রাজকুমারী এখন কক্সবাজারে
পরবর্তী নিবন্ধগরিব ও দুস্থদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে