চন্দ্রঘোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ, আহত ১০

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৪:৫২ পূর্বাহ্ণ

রাজস্থলী-রাঙামাটি সড়কে যাত্রাবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে রাজস্থলী থেকে রাঙামাটিমুখী শাহ আমানত নামে একটি বাস কারিগর পাড়া এলাকার হাতিমারায় পৌঁছালে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের ১০ জন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পরপর বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য এবং ডংছড়ি ৪১ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সফিউল আজম বলেন, দুর্ঘটনার পরপর গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। বাস এবং অটোরিক্সা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত সড়ক হকারদের দখলে
পরবর্তী নিবন্ধমীরসরাই ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু