চন্দ্রঘোনায় চক্ষু ক্যান্সার ও অন্ধত্ব প্রতিরোধে সেমিনার

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:১৯ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়ন পরিষদ মিলায়তনে গত বুধবার শিশুর চোখের ক্যান্সারজনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি বিষয়ক প্রকল্পের কমিউনিটি গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী, রোটারি ক্লাব অব মিরকুস জার্মানী এবং যাহা রোটারি ইন্টারনেশনালের গ্লোবাল প্রজেক্টের আওতায় উক্ত কমিউনিটি গ্রুপ মিটিংয়ে বক্তারা বলেন, রেটিনোব্লাস্টোমা শিশুদের চোখের বিশেষ এক ধরনের ক্যান্সার, যা শিশুর গর্ভবস্থাকালীন সময় থেকে যে কোনো বয়সে হতে পারে। সাধারণত ১-৩ বছর বয়সের শিশুদের মধ্যে রোগটি ধরা পড়ার প্রবণতা বেশি। রোগটি বংশগতও হতে পারে। এটি একমাত্র ক্যান্সার যা প্রাথমিক অবস্থায় ধরা পড়ার সম্ভাবনা বেশি, যদি পরিবারের সদস্যরা সচেতন থাকেন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদান করলে জীবন ও চোখ দুটোই রক্ষা করা সম্ভব এবং এর সাফল্যের পরিমান প্রায় ৯৭%। পাহাড়তলী চক্ষু হাসপাতাল বর্তমানে এই ধরনের রোগীর চিকিৎসা করে যাচ্ছে।

শিশুদের বিভিন্ন চোখের সমস্যা, গ্লুকোমাসহ এর প্রতিকার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ প্রদান ও আলেচনায় অংশগ্রহণ করেন পাহাড়তলী চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. নাওয়াজ রাশেদ, ডা. মো. হানিফুর রহমান, অপ্টোমেট্রিস্ট কনা। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. রিজওয়ান শাহিদী ও সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের মেম্বার নাছির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগীয়া মারমা। বিশেষ অতিথি ছিলেন মো. ইউসুফ কারবারী। কর্মশালায় রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেলিমসহ ১২ জন ইউনিয়ন পরিষদের মেম্বার, কয়েকজন কারবারী, গ্রাম্য চিকিৎসক, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মাবুদ ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধকলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন