চন্দ্রঘোনায় কৃষক লীগের বর্ধিত সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নারায়ন চন্দ্র দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব রানা। উপজেলা কৃষক লীগের সহ দপ্তর সম্পাদক আরিফ মোহাম্মদ মঞ্জুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষক লীগ নেতা আবদুল নবী, নূর মোহাম্মদ, মোহাম্মদ ওমর ফারুক, মাস্টার খোরশেদ আলম, মনছুর আলম, আবুল হক মেম্বার, মাহবুব আলম মেম্বার, রফিকুল ইসলাম, আবুল বশর, তপন কুমার দে, মো. ফোরকান, মো. সুমন প্রমুখ। এসময় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক নারায়ন চন্দ্র দে, আবুল হক মেম্বারকে যুগ্ন আহ্বায়ক এবং সদস্য করা হয় আরিফ মোহাম্মদ মন্‌জুু, নুর মোহাম্মদ, মো. নেজাম উদ্দীন চাষী, মোজাম্মেল হক মেম্বার, মো. সুমন, আবদুল সাত্তার, আবদুল মালেক, তপন কান্তি দে ও মো. সেলিমকে।

পূর্ববর্তী নিবন্ধশেঠ গ্রুপের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধপ্রশাসনের সঙ্গে দক্ষিণ রাউজান পূজা পরিষদের মতবিনিময়