রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মৃত মোশারফের দুই ছেলে আরিফ (২৬) এবং তার ভাই সোহাগ (২৭)। গতকাল সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ–পরিদর্শক সুমন কুমার দে বলেন, গত রোববার দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে সোহাগকে বনগ্রাম গণবিদ্যালয়ের সামনে থেকে এবং অন্যজনকে চন্দ্রঘোনা সাবস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে ইতিপূর্বেও দুটি পরোয়ানা রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী।











