রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাজীপাড়া আদর্শ ক্লাব আয়োজিত প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদুল হক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব স্মরণে হাজীপাড়া মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা স্থানীয় মাঠে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় এমসিএ ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজীপাড়া মুনতাসির ক্রিকেট একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। সংবর্ধিত অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল তালুকদার। চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আবু তাহের সওদাগর, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম, সাংবাদিক জগলুল হুদা, ক্রীড়ানুরাগী জাহাঙ্গীর আলম, মো. জাফর, মো. আবুল কোব্বাত সওদাগর, ছত্তার সওদাগর, শেখ মোহাম্মদ রমিজ, মো. নুরুদ্দিন, সোহেল খাঁন, মো. আনিচ প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ টুর্ণামেন্টে অংশ নেওয়া ১৬টি দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়ানৈপূণ্যের ভিত্তিতে পুরস্কার তুলে দেওয়া হয়।