চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক মেম্বার চন্দন ধর (৫০) গত সোমবার দুপুর দেড়টায় চমেক হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার রাতে পারিবারিক শ্মশানে তার লাশ দাহ করা হয়।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী আ. লীগ সভাপতি আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।