চন্দনাইশ হাসপাতালে রোগীর স্বজনদের হামলা চিকিৎসকসহ আহত ২

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসা এক রোগীর ইসিজি করাকে কেন্দ্র করে উত্তেজিত রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকসহ ২ জন আহত হয়েছেন। তারা হলেন কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল বসাক (৩৪) ও নৈশ প্রহরী নুরুল ইসলাম (৫৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুর উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেলে সিএনজি টেক্সি যোগে উপজেলার বৈলতলী থেকে রাজিয়া বেগম (৬০) নামে একজন রোগী নিয়ে আসেন কয়েকজন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক রাসেল বসাক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসতে বলেন এবং যা যা করণীয় হাসপাতালের পক্ষ থেকে করা হবে বলে জানান। কিন্তু রোগীর স্বজনরা দ্রুত ইসিজি করাতে চাপ দিতে থাকেন। এরই মধ্যে ইসিজি মেশিন অপারেটরকেও কল করা হয়। তার আসতে একটু দেরি হলে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা করে। তিনি বলেন, পরে ইসিজি রিপোর্টে রাজিয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।
রোগীর ভাই ফরিদ উদ্দীন ভূঁইয়া সাংবাদিকদের জানান, তার বোন রাজিয়া বেগম বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় স্বজনরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে বোনকে মৃত বলে জানান। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে ইসিজি করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ সম্পদের মামলায় প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত
পরবর্তী নিবন্ধবিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু