চন্দনাইশ সিভিল সোসাইটির কার্যকরী সভা

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

 

চন্দনাইশ সিভিল সোসাইটির (সিসিএস) উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কর্মপন্থা ও ভূমিকা নির্ধারণ বিষয়ক এক কার্যকরী সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিসিএসর আহবায়ক আরিফ মাহমুদ। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মহিউদ্দীন কাদের, সদস্য সচিব জমির উদ্দীন এবং কোষাধ্যক্ষ তানভীর আহমদ সিদ্দীকি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুউদ্দীন হিরু, মো. এনামুল হক, এনায়েত উল্লাহ, খান আইয়ুব, সালাহ উদ্দীন, মোহাম্মদ আলমগির, এহেসানুল হক রাফি, মো. সাঈদ প্রমুখ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশের সার্বিক উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চন্দনাইশ সিভিল সোসাইটির করণীয় ও দায়িত্ব নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরসিংটন-নাঈমের ব্যাটে এবার সিলেটকে উড়িয়ে দিল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধমাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭১ ব্যাচের অনুষ্ঠান