চন্দনাইশ সাতবাড়িয়া আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে সাতবাড়িয়া কলেজ ও স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সাতবাড়িয়া স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সাতবাড়িয়া কিংস ফুটবল একাদশ। তারা সাতবাড়িয়া স্ট্রাইকার ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে। মাষ্টার হুমায়ুন কবির ও মাষ্টার শাহীদুল কবীর শাহীনের সার্বিক সহযোগিতায় গত ২৯ অক্টোবর থেকে ৬টি দল নিয়ে লীগ পদ্ধতিতে টুর্নামেন্টে মোট ১৮টি ম্যাচ অনুষ্টিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টান শিক্ষক রাহুল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন কমিশন দক্ষিণ জেলা কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার।
উদ্বোধক ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার। স্বাগত বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সমন্বয়কারী মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, এড. শহিদুল্লাহ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ হোসেন টিপু, কুতুব উদ্দীন হাসান, মো. আবু হানিফ, বাবুল ইসলাম, আবদুল মাবুদ বাদশা, মাহাবুবুল আলম, জয়নাল আবেদীন, মো. খোরশেদ, মো. ইউসুফ, আবদুল করিম, রহমত উল্লাহ, মো. ফোরকান, মো. মামুন, সেলিম উদ্দীন, হাজি আবুল কালাম আজাদ, মো. রিদুয়ান, ইমাম হোসেন সায়েম, নুরুল আলম, আলাউদ্দীন আল আজাদ, মো. মামুন, মো. আনসার, মো. সাকিব।