চন্দনাইশের সাতবাড়িয়া পলিয়া পাড়া মাস্টারবাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় বারের মত আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার বিকেলে স্থানীয় মাঠে সম্পন্ন হয়। খেলায় জামাল উদ্দিন (রহ:) একাদশ ১-০ গোলে পলিয়া পাড়া আবদুল কাদের জিলানী (রহ:) একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীর। সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফোরক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আজাদ হোসেন টিপু, সাংবাদিক মো. আজিমুশ শানুল হক দস্তগীর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মাঈনুদ্দিন। আশরাফুল আশিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কায়সার,ওমর ফারুক, মো. মোজাম্মেল প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।