চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম গত বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ সবুজ সংঘ কার্যালয়ে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১ হাজারেরও অধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। বছরব্যাপী বিনামূল্যে চক্ষু অপারেশন কার্যক্রমের ৩য় ধাপে চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নের ১৭৪ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাচাই করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু অপারেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ালীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী।
সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, আবদুল মান্নান, আকরাম হোসেন, আরশাদ উল্লাহ, মো. ইদ্রিস, আ ন ম হাসান চৌধুরী, আবু সাঈদ মুন্না, আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, জাহিদুল ইসলাম জাহি, আহমুদুর রহমান, ইয়াছিন চৌধুরী, আবদুর রহমান, রেজাউল করিম চৌধুরী দুলাল, মো. সাজিব, মাসুদ চৌধুরী, নুরুল আবছার, সোহেল রানা, মীর সাআদ, রিয়াজ, নোমান, কিবরিয়া প্রমুখ।