চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের অভিষেক, বার্ষিক বৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার কাঞ্চননগর বাদামতলস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নাট্যজন অশোক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ড. হরিশংকর জলদাস। অনুষ্ঠান উদ্বোধন করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক রাখাল চন্দ্র বড়ুয়া।

অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির শপথ পাঠ করান পরিষদের প্রধান উপদেষ্টা সুদীপ বড়ুয়া। অনুষ্ঠানে পাঁচ গুণীজনকে সম্মাননা, ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মেধাবৃত্তির নগদ অর্থ, এবং আরও শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুবিমল বড়ুয়া ও সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া, সদ্য বিদায়ী সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া, উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম কুমার বড়ুয়া, সদস্য সচিব সজল বড়ুয়া, সমন্বয়কারী নিবু বড়ুয়া, শরণ কুমার বড়ুয়া, বিতাশোক কুমার বড়ুয়া, ধীমান বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, অ্যাডভোকেট জিনদত্ত বড়ুয়া, শিক্ষক শঙ্কর কুমার বড়ুয়া, বিদ্রোহী বড়ুয়া, এএসপি সত্যজিৎ বড়ুয়া, প্রভাষক শংকর বড়ুয়া, ডা. রূপা বড়ুয়া বৃষ্টি, ডা. অন্তু বড়ুয়া জয় ও প্রফেসর ড. সুমন বড়ুয়া প্রমুখ।

প্রকাশনা সম্পাদক সিটু কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে পরিষদের মুখপত্র ‘প্রতীতি’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার সভা
পরবর্তী নিবন্ধদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা পড়ুয়া শিক্ষকরা চালায়