চন্দনাইশ বৈলতলী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ১৮ ডিসেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধক ছিলেন ট্রাস্টি বাবুল শর্মা। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শ্যামল দাশ বুলবুল। প্রধান বক্তা ছিলেন সুজন মজুমদার। সুব্রত দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমীরণ দাশ তপন, রূপক কান্তি ঘোষ, দেবাশীষ ধর, রিপাল দাশ, ডেবিট দাশ, শ্যামল দাশ টুন্টু, শ্যামল দাশ, কনক দাশ, দুর্গাপদ দাশ, অমল চৌধুরী, অরুন দাশ, বিপ্লব দাশ, অমল দাশ, শিক্ষক বিমল দাশ প্রমুখ। বিশ্বজিত দাশ বিশুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আপন দাশ। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সুকুমার দাশ সুকু। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে ট্রাস্টী বাবুল শর্মা বলেন, আলোকিত ও বিবেকবোধসম্পন্ন সমাজ গঠনে নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।