চন্দনাইশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বিস্ফোরক মামলায় পৌরসভা যুবলীগের সভাপতিসহ ২ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরী ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন। চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বিস্ফোরক আইনের মামলায় আসামি মো. সিরাজুল ইসলাম চৌধুরী এবং সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।