চন্দনাইশ পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের অপসারণ দাবি

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভার মেয়র ও কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবি করে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার চন্দনাইশ পৌরসভা, জোয়ারা ইউনিয়ন পরিষদ, হাশিমপুর ইউনিয়ন পরিষদ ও বরকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। পৌরসভা কার্যালয়ে অবস্থান নেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ..ম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন, সদস্য নুরুল হুদা বাবর, যুবদল নেতা আল মাহামুদ হিরু, নুরুল কবির, সিরাজুল ইসলাম, আইনুল হুদা, আবদুর রহমান শ্যামা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবৈধ সরকারের এসব অবৈধ মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সকল জনপ্রতিনিধির পদত্যাগ দাবিতে গণমিছিল