চন্দনাইশ পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার মাওলানা মুহছেন শহীদ সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী সদস্য মো. ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. শাহাদাত হোসেন, শিক্ষক নুরুল কাদের, মো. আরমান, মোহাম্মদ আলী, মাওলানা হারুনুর রশীদ, কাজল কান্তি মিত্র, মাওলানা জামাল উদ্দিন, খালেদা বেগম, সরওয়ার ইকবাল। শিক্ষক মাওলানা ছানা উল্লাহ শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে কৌতুক, বৃত্তি পরীক্ষা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের জয় যশোর হারলো ২-১ ব্যবধানে
পরবর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ট্রফির সাউদার্ন ইউনিভার্সিটি সফর