গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চন্দনাইশ অডিশন গত শুক্রবার সম্পন্ন হয়। হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ও দরবারে গাউছুল আজম শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চননগর দায়রা শাখার সভাপতি মো. জয়নাল আবেদীন চৌধুরী। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চন্দনাইশ উপজেলা কর্যকারী সংসদ, কাঞ্চননগর দায়রা শাখার যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কার্যকারী সংসদের দপ্তর সম্পাদক মো. আবদুল করিম। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. মাহবুবুল বশর চৌধুরী। কুরআন প্রতিযোগিতায় ১৫২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী ২০ জন বিজয়ী হাফেজকে ইয়েস কার্ড, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।