মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।
আজ বুধবার (৬ অক্টোবর) বিকেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়।
চলতি বছরের ২৫ জুন ঘোষিত উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা এবং গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল পদবঞ্চিত ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা।
এদিকে, আজ বুধবার চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণার পরপর ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা উপজেলার কাঞ্চননগর বাতামতলস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আনন্দ মিছিল করে।
জানা যায়, চলতি বছরের ২৫ জুন চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা ও গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দক্ষিণ জেলা ছাত্রলীগ।
অছাত্র, অপরিচিত, মাদক বিক্রেতাদের নিয়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে দাবি করে পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের নেতৃমূলের নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করে আসছিল। পর্যায়ক্রমে ঘোষিত কমিটি থেকে অনেকই পদত্যাগ করেন।
সর্বশেষ আজ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্তির খবর পেয়ে আন্দোলনরত তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার উপজেলার কাঞ্চননগর বাতামতলস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আনন্দ মিছিল করে। মিছিল পরবর্তী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জাহিদ চৌধুরী, মো. ওয়াহিদ, মো. সজিব, স¤্রাট চৌধুরী, মো. ফয়সাল, মো. মুন্না, কাজী রুমি, সুকান্ত, হাসিব, হিরু, তোহা, ফরমান, সাব্বির, ইমরান, আসিফ, ইমন, তাকিম, নাঈম, তৌহিদ, সাজ্জাদ প্রমুখ।
অছাত্র, অপরিচিত, মাদক বিক্রেতাদের নিয়ে গঠিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করায় দক্ষিণ জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী ও মো. ওয়াহিদ বলেন, “আমাদের দাবি উপজেলা কমিটির মতো পৌরসভা ও কলেজ ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হোক।”
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তির আগে উপজেলার জোয়ারা, কাঞ্চনাবাদ ও ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় আহ্বায়ক কমিটি।
এদিকে, আজ বিকেলে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণার পরপর উপজেলার অন্যান্য ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ বিষয়ে সন্ধ্যার পর বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. আসিফ তার ফেসবুকে জোয়ারা, কাঞ্চনাবাদ ও ধোপাছড়ি ইউনিয়ন ছাড়া আর কোনো ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি মর্মে একটি বার্তা দেন এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ছবি, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি এবং বর্তমানে অধ্যয়নরত শ্রেণীর প্রত্যয়নপত্র ও ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন সনদসহ আগামী ২৩ অক্টোবরের মধ্যে আন্দরকিল্লাহস্থ জেলা ছাত্রলীগের কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। খুব শীঘ্রই সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আশ্বাস দেয়া হয়।