চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ২ এপ্রিল ঈদ পুনর্মিলনী উপলক্ষে চিকিৎসক, প্রকৌশলী, ও আইনজীবীদের সংবর্ধনা সভা বড়পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. ইছহাক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ রিদুয়ান চৌধুরী, এম.এ করিম চৌধুরী, শেখ টিপু চৌধুরী,অ্যাডভোকেট সোলাইমান চৌধুরী, ইয়াকুব চৌধুরী, মোরশেদ চৌধুরী, সেলিম উদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, নুরুল ইসলাম বাচা, মো. ইসমাইল চৌধুরী, মনজুর আলম চৌধুরী, জিন্নাহ চৌধুরী প্রমুখ।

সভায় এলাকার ২ জন মহিলাসহ ২৪ জন প্রকৌশলী, ৩ জন মহিলাসহ ৮ জন চিকিৎসক, ১ জন মহিলাসহ ৬ জন আইনজীবীকে সংবর্ধনা দেয়া হয়। পর্যায়ক্রমে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পেশার ব্যক্তিদের সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে এলাকার আলোকিত মানুষগুলোকে সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে আধুনিক সমাজ প্রতিষ্ঠার কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। পরে মাওলানা আবুল হাশেম দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে সুপ্রিম কোর্ট সচিবালয় : প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী