চন্দনাইশ চরবরমায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশের চরবরমায় শেবন্দী ক্রিকেটার্সের আয়োজনে শর্টপিচ নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে বরমা ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট একাদশ ৩০ রানে বাইনজুরী ওয়ারিয়র্স ক্রিকেট একাদশকে পরাজিত করে। ব্রাদার্সের ৬৫ রানের বিপরীতে বাইনজুরী ওয়ারিয়র্স মাত্র ৩৫ রান সংগ্রহ করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ রমজান। দ্বিতীয় ম্যাচে বরমা ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট একাদশ ৪ রানে বরকল রাইডার্স ক্রিকেট একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এমরান হোসেন। গত ৫ ডিসেম্বর শুক্রবার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধক ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হক, আবদুল আজিজ খান, সরোয়ার আজাদ, আবদুল আজিজ সোহেল, মো. ফারুক, হারুন সওদাগর, আবদুল মজিদ, ইলিয়াস গনি, সাদ্দাম হোসেন সুমন, এসকান্দর হোসেন, আবদুর রহমান ও অমিত হাসান। টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রিয়াদ, এমডি হাসান, বাবু, মো. অভি, রাহাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে তোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাজালিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন